সুলতান আলা-উদ-দ্বীন মুহাম্মাদ শাহ্'র মেবাড় বিজয়

প্রারম্ভিকা যেহেতু এই ব্যাপারটা নিয়ে লিখতে গিয়েই আমি রিপোর্ট খেয়েছি, তাই এবারে সুলতান আলা-উদ-দ্বীন মুহাম্মাদ শাহ্ খাল্জীর মেবাড় বিজয় নিয়ে বিস্তারিত ভাবেই লিখা শুরু করলাম। আমি যা লিখছি- তা বুঝিয়ে দেওয়ার দায়িত্বও আমার, তাই কিঞ্চিৎ বেশি ব্যাখ্যা ও অন্যান্য ঘটনাও এখানে তুলে ধরা হবে- যাতে সবাই বুঝতে পারেন। চিন্তা করে দেখলাম এক কল্পনাবিলাসী জাতীর রঙীন স্বপ্নের তৃপ্তি ও ১ নির্বোধ পরিচালকের বিরুদ্ধে যুক্তি প্রমাণ দাড় করানোর চেয়ে মেবাড় বিজয়ের প্রকৃত ইতিহাস তুলে ধরাটাই শ্রেয়, তাই বিস্তারিত ভাবে শুধু মেবাড় বিজয়ের ঘটনাবলিই তুলে ধরছিঃ সুলতান আলা-উদ-দ্বীন খাল্জী সিংহাসনে আরোহণের পূর্বে ১ম কারাহ্ প্রদেশের শাসনভার প্রাপ্ত হন ১২৯০ ঈসায়ীতে। সুলতান বাল্বানের ভাগ্নে ও কারাহ্'র সাবেক শাসনকর্তা মালিক সাজ্জ’র বিদ্রোহ দমন করার পুরষ্কারসরুপ আলা-উদ-দ্বীন কারাহ্’র শাসনভার প্রাপ্ত হন। তিনি উচ্চাভিলাষী সামরিক অভিযাত্রী ছিলেন, বিধায় চাচার অনুমতিক্রমে প্রথমেই তিনি ১২৯২ ঈসায়ীতে মালব আক্রমণ করেন ও এর রাজধানী বিদিশা(ভিলসা) পর্যন্ত অধিকার করে নেন! ৭,০০০ ঘোড়া ও অগণিত গানীমাহ্ নিয়ে তিনি ফিরে এলে সুলতান ...