পোস্টগুলি

2017 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ভারতের সর্বশ্রেষ্ঠ শাসক

ছবি
সুলতান আলা-উদ-দুন্‌ইয়া-ওয়াদ-দ্বীন মুহাম্মাদ শাহ্‌ খাল্‌জী প্রারম্ভিকা আলী গর্‌সাম্প্‌ যিনি ইতিহাসে “ আলা-উদ-দ্বীন খাল্‌জী ” নামেই খ্যাত। যদিও উনার প্রকৃত নাম “ # আলী _ গরসাম্প্‌ ” ও উপাধী “ আলা-উদ-দ্বীন মুহাম্মাদ শাহ্‌ খাল্‌জী ” । অনেকেই উনার উপাধীকে খল্‌জী কেউ কেউ বা খিল্‌জী বলে থাকেন , তা পুরোপুরিই ভুল। তারিখ-ই-ফিরুয শাহী ’ র মূল ফার্সী বইয়ে আমি খ-এর নিচে যের্‌ নয়- বরং প্রত্যেকটিতেই যবর্‌ দেখেছি , সেহেতু শুদ্ধ পদবী হচ্ছে “ খাল্‌জী ” খিলজী নয়। তাবাকাত-ই-নাছিরীতে যেই খাল্‌জ গোত্রের উল্লেখ আছে- সেই গোত্রের লোকেরাই খাল্‌জী পদবীধারণ করতেন। আমি ভারতের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ শাসক “ আলা-উদ-দ্বীন মুহাম্মাদ শাহ্‌ ” সম্পর্কিত কিছু উল্লেখযোগ্য বিষয় নিয়ে আলোচনা কোরব ইনশা আল্লাহ্‌। শিরোনামটাই অনেকের কাছে আপত্তিকর ও অনেকের মনে বিভিন্ন প্রশ্নও এনে দিয়েছে জানি। সেগুলো হচ্ছে- অমুসলিমরা বোলবেন আমি কিসের ভিত্তিতে উনাকে অশোক ও ২য় চন্দ্রগুপ্তের উপরে স্থান দিলাম ? মুসলিমরা বোলবে- আমি কিভাবে আওরঙ্গযেবের উপরে উনাকে স্থান দিলাম ? এর উত্তর বিস্তারিত প্রতিটি পর্বেই পাবেন ইনশা আল্লাহ্‌। আপাতত শ