পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

লক্ষ্য আমাদের এক প্রাগৈতিহাসিক দূর্গনগরী! দূর্গটি যতো প্রাচীন ঠিক ততোটাই দুর্গম আমাদের যাত্রা। পঞ্চগড় থেকে বোদা, বোদা থেকে মাড়েয়া, মাড়েয়া থেকে আউলিয়াঘাট, অতঃপর নৌকায় এই রহস্যময় অপরুপ নদী অতিক্রম! এই অতি পেরুতে পেরুতেই শুনবেন এই দূর্গের পরিচিতি ও নদীটির ইতিহাস ও কৌলিন্য

ছবি

আচ্ছা বলুন দেখি লড়াই করবেন যেই তরবারী দিয়ে সেই তরবারীই যদি ভেঙে যায়- তবে যুদ্ধে জিতবেন কিভাবে? বাংলার পতনের কারণ শুধু বাদশাহ্‌'র র্নিবুদ্ধিতা ও বিশ্বাসঘাতকতাই নয়! বরং বাংলার তরবারী ভেঙে যাওয়াও অন্যতম প্রধান কারণ! এমন এক কূটচাল চেলেছিলেন হুসাইন কুলি খান যে- যুদ্ধের আগেই তরবারীকে দ্বিখন্ডিত করা হয়! জিতা দূরে থাক! যুদ্ধে যোগ দেয়ার কোন সুযোগই ছিলো না- বাঙ্গালীর তরবারীর! কিন্তু তিনি যে বাঙ্গালীর তরবারী! লড়াই না করেই তো বাঙ্গালীর তরবারী ভেঙে যেতে পারে না!!! ঠিক তাই তো- বাংলার তরবারী ভাঙলো তবে সবাইকে চমকে দিয়ে তার তরবারীর চমক দেখিয়েই ভাঙলো!! সেদিন ছিলো ৯৮৩ হিজরীর ১৫-ই মুহার্‌রম- রোজ বৃহঃস্পতিবার! ৪৫৯ চান্দ্র বছর পর...... এটা ১৪৪২ হিজরী! মাস- মুসলিমদের বহু স্মৃতি, হাসি-কান্না ও স্মৃতিবিজড়িত মুহার্‌রম> তারিখও আজ ১৫! আরও কাকতালীয় ব্যাপার হচ্ছে- আজও বৃহঃস্পতিবার। শাহাদাত বার্ষিকীতে তোমায় সহস্র সালাম হে মহাবীর! আমাদের তরবারী! বাংলার তরবারী! বাঙ্গালী ফৌজের তরবারী!

ছবি