আচ্ছা বলুন দেখি লড়াই করবেন যেই তরবারী দিয়ে সেই তরবারীই যদি ভেঙে যায়- তবে যুদ্ধে জিতবেন কিভাবে? বাংলার পতনের কারণ শুধু বাদশাহ্‌'র র্নিবুদ্ধিতা ও বিশ্বাসঘাতকতাই নয়! বরং বাংলার তরবারী ভেঙে যাওয়াও অন্যতম প্রধান কারণ! এমন এক কূটচাল চেলেছিলেন হুসাইন কুলি খান যে- যুদ্ধের আগেই তরবারীকে দ্বিখন্ডিত করা হয়! জিতা দূরে থাক! যুদ্ধে যোগ দেয়ার কোন সুযোগই ছিলো না- বাঙ্গালীর তরবারীর! কিন্তু তিনি যে বাঙ্গালীর তরবারী! লড়াই না করেই তো বাঙ্গালীর তরবারী ভেঙে যেতে পারে না!!! ঠিক তাই তো- বাংলার তরবারী ভাঙলো তবে সবাইকে চমকে দিয়ে তার তরবারীর চমক দেখিয়েই ভাঙলো!! সেদিন ছিলো ৯৮৩ হিজরীর ১৫-ই মুহার্‌রম- রোজ বৃহঃস্পতিবার! ৪৫৯ চান্দ্র বছর পর...... এটা ১৪৪২ হিজরী! মাস- মুসলিমদের বহু স্মৃতি, হাসি-কান্না ও স্মৃতিবিজড়িত মুহার্‌রম> তারিখও আজ ১৫! আরও কাকতালীয় ব্যাপার হচ্ছে- আজও বৃহঃস্পতিবার। শাহাদাত বার্ষিকীতে তোমায় সহস্র সালাম হে মহাবীর! আমাদের তরবারী! বাংলার তরবারী! বাঙ্গালী ফৌজের তরবারী!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভারতের সর্বশ্রেষ্ঠ শাসক

সুলতান আলা-উদ-দ্বীন মুহাম্মাদ শাহ্‌'র মেবাড় বিজয়

যৌন সাধনা! Sex Warship !মধুসুন্দরী সাধনা! পারী(পরী) সাধনা! পঞ্চকন্যা সাধনা! ছিন্নমস্তা সাধনা! এবং আমাদের আজকের মূল আলোচ্য 'কর্ণ পিশাচীনি' সাধনার মূলে আসলে কি আছে? দেখুন এই সাধনার পেছনে আসলে কি আছে? কর্ণ পিশাচিনী সাধনা করার বিস্তারিত নিয়ম এই ১ম ইউটিউবে দেখতে পাবেন বিস্তারিত- যেখানে কিছুই বাদ রাখা হয়নি! বিঃদ্রঃ ভিডিওটি সম্পূর্ণভাবেই প্রাপ্তবয়স্কদের জন্য। অপ্রাপ্তবয়স্ক ও নারীরা দূরে থাকুন।