পোস্টগুলি
সেপ্টেম্বর, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
আচ্ছা বলুন দেখি লড়াই করবেন যেই তরবারী দিয়ে সেই তরবারীই যদি ভেঙে যায়- তবে যুদ্ধে জিতবেন কিভাবে? বাংলার পতনের কারণ শুধু বাদশাহ্'র র্নিবুদ্ধিতা ও বিশ্বাসঘাতকতাই নয়! বরং বাংলার তরবারী ভেঙে যাওয়াও অন্যতম প্রধান কারণ! এমন এক কূটচাল চেলেছিলেন হুসাইন কুলি খান যে- যুদ্ধের আগেই তরবারীকে দ্বিখন্ডিত করা হয়! জিতা দূরে থাক! যুদ্ধে যোগ দেয়ার কোন সুযোগই ছিলো না- বাঙ্গালীর তরবারীর! কিন্তু তিনি যে বাঙ্গালীর তরবারী! লড়াই না করেই তো বাঙ্গালীর তরবারী ভেঙে যেতে পারে না!!! ঠিক তাই তো- বাংলার তরবারী ভাঙলো তবে সবাইকে চমকে দিয়ে তার তরবারীর চমক দেখিয়েই ভাঙলো!! সেদিন ছিলো ৯৮৩ হিজরীর ১৫-ই মুহার্রম- রোজ বৃহঃস্পতিবার! ৪৫৯ চান্দ্র বছর পর...... এটা ১৪৪২ হিজরী! মাস- মুসলিমদের বহু স্মৃতি, হাসি-কান্না ও স্মৃতিবিজড়িত মুহার্রম> তারিখও আজ ১৫! আরও কাকতালীয় ব্যাপার হচ্ছে- আজও বৃহঃস্পতিবার। শাহাদাত বার্ষিকীতে তোমায় সহস্র সালাম হে মহাবীর! আমাদের তরবারী! বাংলার তরবারী! বাঙ্গালী ফৌজের তরবারী!
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ