ভাওয়ালের শেষ রাজা রমেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর সন্ন্যাসীবেশে কড্ডায় আসার ঠিক ১০০ বছর পর...... কড্ডায় ঘটলো এক রহস্যময় ঘটনা! মাস খানেক আগের কথা...... আমারই চেনা এক ভদ্রলোক বাসায় ফিরছিলেন...... রাত ১২টার পর। সেসময় পুরাতন কালী মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় দেখলেন এক লোমহর্ষক দৃশ্য! যা দেখলেন তাতে তিনি এক পক্ষকালের জন্য অসুস্থ্য হলেন! এতোই অসুস্থ্য যে- ১৫ দিন ধরে উনার শরীর শুধু কাঁপতো! কি দেখেছিলেন তিনি কালী মন্দিরের সামনে? আর মন্দিরটিই বা কেমন? জানতে পুরো ভিডিওটি দেখুন। এতে ভাওয়ালের শেষ রাজার ২টি পরিষ্কার স্পষ্ট আলোকচিত্র ও সেই ভৌতিক মন্দিরের ভিডিও দেখতে পাবেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভারতের সর্বশ্রেষ্ঠ শাসক