মাহ্‌দী-উদ-দাওলাহ্‌ ভন্ড-প্রতারক! নওয়াবজাদা আরেবের হাতের আংটি কি আসলেই নওয়াবী আংটি? উনি কি সত্যিই নওয়াব সিরাজ-উদ-দাওলাহ্‌'র বংশধর? সিরাজ-উদ-দাওলাহ্‌ আসলে কি ছিলেন এই মর্মে একের পর এক ভিডিও দিচ্ছে সালাউদ্দিন সুমন। ভেবেছে এই নিয়ে কোন টু-শব্দ হবে না! কিন্তু হবে, হতেই থাকবে। তার প্রতিটা কুযুক্তি ও মিথ্যেচারের জওয়াব দেয়া হবে ইনশা আল্লাহ্‌। এবং তার মুখোশও টেনে খুলে দেয়া হবে। আজ ১ম পর্ব/প্রারম্ভিকা। সাথেই থাকুন, আরও ভিডিও পাবেন ইনশা আল্লাহ্‌।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভারতের সর্বশ্রেষ্ঠ শাসক