সুলতান আলা-উদ-দুন্ইয়া-ওয়াদ-দ্বীন মুহাম্মাদ শাহ্ খাল্জী প্রারম্ভিকা আলী গর্সাম্প্ যিনি ইতিহাসে “ আলা-উদ-দ্বীন খাল্জী ” নামেই খ্যাত। যদিও উনার প্রকৃত নাম “ # আলী _ গরসাম্প্ ” ও উপাধী “ আলা-উদ-দ্বীন মুহাম্মাদ শাহ্ খাল্জী ” । অনেকেই উনার উপাধীকে খল্জী কেউ কেউ বা খিল্জী বলে থাকেন , তা পুরোপুরিই ভুল। তারিখ-ই-ফিরুয শাহী ’ র মূল ফার্সী বইয়ে আমি খ-এর নিচে যের্ নয়- বরং প্রত্যেকটিতেই যবর্ দেখেছি , সেহেতু শুদ্ধ পদবী হচ্ছে “ খাল্জী ” খিলজী নয়। তাবাকাত-ই-নাছিরীতে যেই খাল্জ গোত্রের উল্লেখ আছে- সেই গোত্রের লোকেরাই খাল্জী পদবীধারণ করতেন। আমি ভারতের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ শাসক “ আলা-উদ-দ্বীন মুহাম্মাদ শাহ্ ” সম্পর্কিত কিছু উল্লেখযোগ্য বিষয় নিয়ে আলোচনা কোরব ইনশা আল্লাহ্। শিরোনামটাই অনেকের কাছে আপত্তিকর ও অনেকের মনে বিভিন্ন প্রশ্নও এনে দিয়েছে জানি। সেগুলো হচ্ছে- অমুসলিমরা বোলবেন আমি কিসের ভিত্তিতে উনাকে অশোক ও ২য় চন্দ্রগুপ্তের উপরে স্থান দিলাম ? মুসলিমরা বোলবে- আমি কিভাবে আওরঙ্গযেবের উপরে উনাকে স্থান দিলাম ? এর উত্তর বিস্তারিত প্রতিটি পর্বেই পাবেন ইনশা আল্লাহ্। আপাতত শ...
প্রারম্ভিকা যেহেতু এই ব্যাপারটা নিয়ে লিখতে গিয়েই আমি রিপোর্ট খেয়েছি, তাই এবারে সুলতান আলা-উদ-দ্বীন মুহাম্মাদ শাহ্ খাল্জীর মেবাড় বিজয় নিয়ে বিস্তারিত ভাবেই লিখা শুরু করলাম। আমি যা লিখছি- তা বুঝিয়ে দেওয়ার দায়িত্বও আমার, তাই কিঞ্চিৎ বেশি ব্যাখ্যা ও অন্যান্য ঘটনাও এখানে তুলে ধরা হবে- যাতে সবাই বুঝতে পারেন। চিন্তা করে দেখলাম এক কল্পনাবিলাসী জাতীর রঙীন স্বপ্নের তৃপ্তি ও ১ নির্বোধ পরিচালকের বিরুদ্ধে যুক্তি প্রমাণ দাড় করানোর চেয়ে মেবাড় বিজয়ের প্রকৃত ইতিহাস তুলে ধরাটাই শ্রেয়, তাই বিস্তারিত ভাবে শুধু মেবাড় বিজয়ের ঘটনাবলিই তুলে ধরছিঃ সুলতান আলা-উদ-দ্বীন খাল্জী সিংহাসনে আরোহণের পূর্বে ১ম কারাহ্ প্রদেশের শাসনভার প্রাপ্ত হন ১২৯০ ঈসায়ীতে। সুলতান বাল্বানের ভাগ্নে ও কারাহ্'র সাবেক শাসনকর্তা মালিক সাজ্জ’র বিদ্রোহ দমন করার পুরষ্কারসরুপ আলা-উদ-দ্বীন কারাহ্’র শাসনভার প্রাপ্ত হন। তিনি উচ্চাভিলাষী সামরিক অভিযাত্রী ছিলেন, বিধায় চাচার অনুমতিক্রমে প্রথমেই তিনি ১২৯২ ঈসায়ীতে মালব আক্রমণ করেন ও এর রাজধানী বিদিশা(ভিলসা) পর্যন্ত অধিকার করে নেন! ৭,০০০ ঘোড়া ও অগণিত গানীমাহ্ নিয়ে তিনি ফিরে এলে সুলতান ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন